নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সংশোধিত নাগরিকত্ব আইন অপ্রিয় সত্য কথা বললেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা। ভারতের বর্তমান পরিস্থিতি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম বাজফিড-এর সম্পাদক বেন স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার নাদেলার বক্তব্য তুলে ধরে টুইট করেন স্মিথ।
স্মিথ জানান, ‘‘ভারতের নয়া নাগরিকত্ব আইন সমন্ধে প্রশ্ন করায় নাদেলা বলেন, ‘আমার মনে হয়, যা হচ্ছে সেটা দুঃখজনক। খুবই খারাপ। আমি চাইব ভবিষ্যতে কোনও বাংলাদেশি শরণার্থী ভারতে এসে বিখ্যাত কোনও প্রতিষ্ঠান গড়ে তুলবেন বা ইনফোসিসের পরবর্তী সিইও হবেন।’’
Asked Microsoft CEO @satyanadella about India's new Citizenship Act. "I think what is happening is sad… It's just bad…. I would love to see a Bangladeshi immigrant who comes to India and creates the next unicorn in India or becomes the next CEO of Infosys" cc @PranavDixit
— Ben Smith (@BuzzFeedBen) January 13, 2020
আরও পড়ুনঃ ফেব্রুয়ারির শেষে ভারতে আসছেন ট্রাম্প, জানাচ্ছে বিশ্বস্ত সূত্র
অন্য এক টুইটে স্মিথ জানান, ম্যানহাটানে মাইক্রোসফ্টের এক অনুষ্ঠানে সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎকারে সিএএ প্রসঙ্গে মুখ খোলেন সত্য নাদেলা।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশের বিশাল সংখ্যক জনগণ মুখ খুলেছেন। এমনকী বিজেপির বন্ধু রাজনৈতিক দলগুলির একাংশ এই আইনের বাস্তবায়ন নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। এরকম পরিস্থিতিতে নাদেলার মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584