নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রযুক্তি অধিগ্রহণের ইতিহাসে এ যাবত বিশ্বের বৃহত্তম ডিল! প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারে ক্যান্ডি ক্রাশ, কল অফ ডিউটি -র মত গেম নির্মাতা ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ কিনে নিতে চলেছে বিল গেটসের মাইক্রোসফট। এর আগে ডেল ২০১৬ সালে প্রায় ৬০ বিলিয়ন ডলারে ডেটা-স্টোরেজ কোম্পানি EMC কিনে নেয়। প্রযুক্তি অধিগ্রহণের ক্ষেত্রে এতদিন এটিই ছিল সবথেকে বড় অঙ্কের লেনদেন।

এই ডিলের ফলে Xbox গেমিং সিস্টেমের নির্মাতা মাইক্রোসফ্ট, বিশ্বের বৃহত্তম ভিডিও গেম কোম্পানিতে পরিণত হতে চলেছে। পাশাপাশি, কাজ এবং খেলা এই দুই ক্ষেত্রেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে ‘মেটা’ অর্থাৎ পূর্বতন ফেসবুক -এর মত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সাহায্য করবে।
Together with @ATVI_AB, we will usher in a new era of gaming that puts players and creators first and makes gaming safe, inclusive, and accessible to all. https://t.co/fF2Ig3gSfx
— Satya Nadella (@satyanadella) January 18, 2022
এই অধিগ্রহণে ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’-এর সিইও ববি কটিক মাইক্রোসফটের থেকে পেতে পারেন প্রায় ৩৭৫ মিলিয়ন ডলার, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বক্তৃতার সময় টেলিপ্রম্পটার বিগড়ে বাকরুদ্ধ মোদী, টুইটারে ট্রেন্ডিং ‘#টেলিপ্রম্পটার প্রধানমন্ত্রী’
ক্যান্ডি ক্রাশ ও কল অফ ডিউটি এই দুই-এর ফ্র্যাঞ্চাইসিতে ৫৮ বছর বয়সী ববি কটিকের প্রায় ৪ মিলিয়ন শেয়ার রয়েছে। তবে তাঁর সংস্থায় যৌন হেনস্থা, কর্মীদের মধ্যে লিঙ্গ বৈষম্য ও অসম বেতন -এর মত গুরুতর অভিযোগ উঠেছিল। এমনকি এইসব অভিযোগে অ্যাক্টিভিশন কয়েক মাস ধরে স্তব্ধ হয়ে আছে। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার বিনিয়োগকারীদের সাথে একটি কনফারেন্স কলে আলোচনাও করেন মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584