নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বনে খাবার না থাকায় এবার হাতির নজর পড়ল মিড ডে মিলের চালের উপর । প্রায় প্রতিদিনই মিডে মিলের চালের লোভে হাতি হানা দিচ্ছে স্কুল গুলিতে । ফের বৃহস্পতিবার গভীর রাতে হাতি হানা দিল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া জুনিয়ার হাই স্কুলে । খাবারে লোভে সংশ্লিষ্ট স্কুলের দরজা জানালা ভেঙে ঢুকে পড়ল রান্না ঘরে । খাবার না পেয়ে রান্না খর তছনছ করে হানা দিল অফিস ঘরে সেখানেও টেবিল চেয়ার উলটে ভেঙে দিয়ে চলে যায় হাতির দল । বিদ্যালয়ের টি,আই, সি দেবাশিস মিশ্র জানান, ৩ টি হাতি গভীর রাতে হানা দেয় । রান্না ঘর অফিস ঘরের দরজা জানালা সহ বাইরের গ্রিল টি ও ভেঙে ফেলেছে । কিছু দিন আগে ওই একই ভাবে স্কুল টি ক্ষতি হয়েছিল । বিষয় টি উদ্ধতন কতৃপক্ষ কে জানানো হয়েছে ।
অপর দিকে বনবাসীদের ক্ষতি করতে দ্বিধা করছে না হাতির দল । ধান না পাকতেই তছনছ করল ধান ক্ষেত । একই রাতে ধুমচি ফরেস্ট লাগোয়া ৭ বিঘা ধানের ক্ষেত নষ্ট করল হাতির দল । রাভা বস্তির বাসিন্দা তপন রাভা জানান, বুধবার রাতে ১৪-১৫ টি হাতি তাদের ধানের জমি নষ্ট করে । ফলে ভবিষ্যতে খাবারের অভাব দেখা দেবে । এছাড়া ও ধান লাগাতে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে । ওয়াইল্ড লাইভ ওয়াডেন সীমা চৌধুরী বলেন, বন বাসীরা সরকারি নিয়ম মেনে আবেদন করলে অবশ্যই ক্ষতি পূরণ পাবে । তবে স্কুলের ক্ষেত্রে ক্ষতি পূরণের কোন ব্যবস্থা নেই ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584