স্কুলে মিড-ডে মিল বন্ধ থাকায় ক্ষুব্ধ অভিভাবক থেকে স্থানীয়রা

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

closed kitchen | newsfront.co
বন্ধ রান্না ঘর। নিজস্ব চিত্র

প্রধান শিক্ষক মাসের পর মাস মিড-ডে মিল বন্ধ রাখায় ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে।

burner | newsfront.co
দীর্ঘদিন রান্না না হওয়ায় পড়ে রয়েছে উনুন। নিজস্ব চিত্র

জানা গেছে, বর্তমানে এই বিদ্যালয়ে ৬৫ জন ছাত্রছাত্রী রয়েছে। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক রয়েছেন দু’জন। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিড-ডে মিলের রান্না বন্ধ রয়েছে।

locals | newsfront.co
ক্ষুব্ধ স্থানীয়রা। নিজস্ব চিত্র

পঠন পাঠনও সেরকমভাবে হয় না। মিড ডে মিলের রান্না কখনও হলেও নিম্নমানের খাবার পড়ুয়াদের খেতে দেওয়া হয়।

আরও পড়ুনঃ মাঝপথেই আটক মিড-ডে মিল কর্মী ইউনিয়ন মিছিল

এদিকে সরকারি প্রকল্প অনুযায়ী ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের পাশাপাশি দৈনিক খাবারের রুটিন দেওয়া রয়েছে। তা সত্ত্বেও তোয়াক্কা না করে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের।

গ্রামবাসীদের দাবি, পঠন-পাঠনের ক্ষেত্রে উদাসীন শিক্ষকরা। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা বিষয়টি জানিয়েছেন ব্লক অফিসে। বুধবার এই নিয়ে স্কুল চত্বরে দেখা দেয় উত্তেজনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here