নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মেয়াদ বাড়ায় তাই দ্বিতীয় ধাপে সোমবার রায়গঞ্জ সহ জেলার প্রাথমিক স্কুলগুলিতে মিড-ডে-মিলের চাল ও আলু বিতরণ শুরু হল। যদিও প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেনীর পড়ুয়াদের এই চাল ও আলু দেওয়া হবে বলে জানা গেছে।
তাই এদিন শুধু প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেনীর পড়ুয়াদের জন্য চাল ও আলু বিতরণ করা হল। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের প্রাপ্য চাল, আলু স্কুল থেকেই সংগ্রহণ করেন।
আরও পড়ুনঃ করোনায় বিপর্যস্ত দুঃস্থদের খাদ্য সামগ্রী বিলিতে পড়ুয়ারা
তবে এই বিষয়ে স্কুলের শিক্ষকরা জানান, ‘’আগামী ২৩ শে এপ্রিল পর্যন্ত ক্রমান্বয়ে চতুর্থ শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের একদিন করে এই চাল, আলু বিতরণ করা হবে। এর পাশাপাশি লকডাউনের নিয়ম মেনে মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র অভিভাবকরাই তা সংগ্রহ করতে পারবেন। তবে যদি কোন অভিভাবক না এসে,পড়ুয়ারা আসে তাহলে পড়ুয়াদের হাতে সামগ্রী কোন ভাবেই দেওয়া হবে না।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584