আড়াই মাস ধরে বন্ধ মিড-ডে মিল

0
51

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

sisha junior high school| newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের শিশা জুনিয়র হাই স্কুল এ প্রায় আড়াই মাস ধরে মিড ডে মিল বন্ধ তার প্রধান কারণ বংশীহারী সার্কেলের এসআইয়ের গাফিলতি জেরে। জানা যায় গত আগস্ট মাস থেকে বংশীহারী সার্কেলের এসআই মোকসেদ আলম সরকার একটি নোটিশ জারি করে বিভিন্ন জুনিয়ার হাই স্কুলের দায়িত্বে থাকা সেক্রেটারির পদে তিনি আর থাকবেন না। বরঞ্চ সেই দায়িত্ব নিতে হবে স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সহ অন্যান্য টিচারদের।

 

sisha junior high school 2| newsfront.co
নিজস্ব চিত্র

এই বিজ্ঞপ্তি শোনার পরে বিভিন্ন জুনিয়ার হাই স্কুলের টিচাররা একত্রিত হয়ে তারা পরিষ্কার কথা জানিয়ে দেন তারা সে দায়িত্ব নেবেন না বরং সার্কেলের এসআইকেই থাকতে হবে আর এই নিয়েই শিশা জুনিয়র হাইস্কুলে মিড ডে মিল বন্ধ।

আরও পড়ুনঃচিকিৎসক-নার্সদের অভাবে শোচনীয় অবস্থা স্বাস্থ্য কেন্দ্রের

মিড ডে মিল বন্ধ থাকার জন্য সমস্যায় পড়তে হয়েছে দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদেরকে। ছাত্র-ছাত্রীরা চাই তাদের স্কুলে খুব তাড়াতাড়ি মিড ডে মিল চালু হোক। স্কুল কর্তৃপক্ষ বহুবার ব্লকের বিডিও সহ বালুরঘাটে জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি এখন কবে মিড ডে মিল চালু হবে সেটাই এখন দেখার বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here