নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের ১২ নং ওয়ার্ডে হর্ষনদীঘির পাড়ে মঙ্গলবার সকালে বিজেপি তৃণমূল দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের সময় ছুরির ঘায়ে আহত হয় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর টোটন শাসপিল্লির ছেলে শংকর শাসপিল্লি ও বিজেপির মন্ডল সভাপতি দেবাশীষ দাস। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার সূত্রপাত, সোমবার সন্ধ্যায়।বিজেপির দাবি,এলাকায় বিস্তারক যোজনার প্রচার চালানোর সময় তৃণমূলের লোক জনেরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।পাল্টা তৃণমূলের দাবি বিজেপির পক্ষ থেকে গালিগালাজ করা হয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় ধৃত আট
দু’পক্ষই থানায় অভিযোগ জানাতে গেলে মঙ্গলবার সন্ধ্যায় থানায় দু’পক্ষকেই হাজির হওয়ার কথা বলেন থানার আই সি।এরপরই মঙ্গলবার সকালে হঠাৎ করেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরুর আগে হাসপাতালের ইমারজেন্সিতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুযুধান দুই পক্ষ।গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584