নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত সন্দেহে পশ্চিম মেদিনীপুর জেলায় দুই বিদেশ ফেরৎ বাসিন্দার লালারসের নমুনা সংগ্রহ করে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতর। ওই দুই বিদেশ ফেরৎ বাসিন্দার লালারসের নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডের কাছে পাঠায় পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।
কিন্তু তাতে অসংগতি থাকায় ওই বিদেশ ফেরৎ দুই বাসিন্দার লালারসের নমুনা তারা পরীক্ষা করতে পারবে না বলে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতরকে তা বুধবার ফেরৎ পাঠিয়ে দিয়েছে। করোনা ভাইরাস নিয়ে সারা দেশ জুড়ে মানুষ আতংকে রয়েছে।
আরও পড়ুনঃ শুরু হলো হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের হাতে ছাপ দেওয়ার কাজ
করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে দেশ জুড়ে লক ডাউন কর্মসূচি মানুষ ঘর বন্দি হয়ে পালন করছে ,ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত সন্দেহে দুই বিদেশ ফেরৎ বাসিন্দার লালা রসের নমুনা পরীক্ষা নিয়ে এমন ঘটনার কথা জানা জানি হওয়ায় মেদিনীপুর শহরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তবে ওই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584