উচ্চমাধ্যমিকে এগিয়ে পশ্চিম মেদিনীপুরঃ পঞ্চম আর্য্য, ষষ্ঠ দীপ্তম

0
372

কার্ত্তিক গুহ,পশ্চিম মেদিনীপুর:-

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। ২০১৮ উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনের ছাত্র আর্য্য সামন্ত।

বাবা মায়ের সঙ্গে আর্য্য

তার প্রাপ্ত নম্বর ৪৮৬। আর্য্যের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষিক-শিক্ষিকা,বাবা- মা থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। বাবা অবিনাশ সামন্ত পেশায় গৃহ শিক্ষক ও মা রঞ্জনা সামন্ত গৃহবধূ। ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশুনা করে ডাক্তার হওয়ার ইচ্ছে আর্য্য সামন্তের।

অপরদিকে ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের ছাত্র দীপ্তম জানা ষষ্ঠ স্থান অধিকার করেছে। দীপ্তমের প্রাপ্ত নম্বর ৪৮২।

দীপ্তম

তার এই সাফল্যে বেশ খুশি গোটা পরিবার। সকাল থেকেই টিভির দিকে নজর ছিল দীপ্তমের। নিজের নাম শুনতেই নিজেও উচ্ছাসে মেতে উঠেছিল। একথা নিজেই জানাল ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের ছাত্র। পরিবারের পাশাপাশি দীপ্তমের সাফল্যে অত্যন্ত উচ্ছসিত তার স্কুলও। দীপ্তমের বাবা পেশায় ব্যবসায়ী। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে বিজ্ঞানের ছাত্র দীপ্তম জানার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here