ব্রিজ তৈরির আশ্বাস এলাকাবাসীদের, মৃদুলের মুখ চেয়ে অপেক্ষারত তুরতুরির জনসাধারণ

0
117

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকার তুরতুরি নদীর উপর ব্রিজ তৈরির দাবি ছিল দীর্ঘদিনের।

midural goswami promise to build bridge on turturi river | newsfront.co
তুরতুরি এলাকার এই ব্রিজটিরই পুনর্নির্মান হবে। নিজস্ব চিত্র

এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে গতকাল, বৃহস্পতিবার নদী পরিদর্শন করলেন মৃদুল গোস্বামী। এই নদীর উপর ব্রীজ তৈরি হলে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক-সহ কুমারগ্রাম এবং কালচিনি ব্লকের মানুষের উপকার হবে। বর্ষাকালে যাতায়াত খুবই কষ্টকর, তাই ব্রিজ তৈরি হলে এলাকার কয়েক হাজার মানুষের উপকারে আসবে।

mridul goswami | newsfront.co
স্কুলছাত্রীদের সাথে বার্তালাপে মৃদুল গোস্বামী। নিজস্ব চিত্র

এ দিন জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে কাছে পেয়ে শামুকতলার লোকনাথপুর হাই স্কুলের ছাত্রীরা কাতর আবেদন জানান যে বর্ষাকালে তারা সঠিক সময়ে স্কুলে যেতে পারেন না। এই নদীর উপর ব্রিজ তৈরির দাবি জানান ক্ষুদে ছাত্রীরাও ।

আরও পড়ুনঃ ‘শীতকালীন কার্নিভাল’ উপলক্ষে সাজো সাজো মেদিনীপুর

mridul goswami | newsfront.co
ব্রিজ পরিদর্শনে মৃদুল গোস্বামী। নিজস্ব চিত্র

মৃদুল বাবু বলেন, খুব শীঘ্রই জেলা পরিষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে আলোচনা করবেন এ বিষয়ে। এলাকার মানুষের দাবিকে মান্যতা দেওয়ার দরকার বলেই উনি মনে করেন। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এই আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here