নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েত এলাকার তুরতুরি নদীর উপর ব্রিজ তৈরির দাবি ছিল দীর্ঘদিনের।
এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে গতকাল, বৃহস্পতিবার নদী পরিদর্শন করলেন মৃদুল গোস্বামী। এই নদীর উপর ব্রীজ তৈরি হলে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক-সহ কুমারগ্রাম এবং কালচিনি ব্লকের মানুষের উপকার হবে। বর্ষাকালে যাতায়াত খুবই কষ্টকর, তাই ব্রিজ তৈরি হলে এলাকার কয়েক হাজার মানুষের উপকারে আসবে।
এ দিন জেলা সভাপতি মৃদুল গোস্বামীকে কাছে পেয়ে শামুকতলার লোকনাথপুর হাই স্কুলের ছাত্রীরা কাতর আবেদন জানান যে বর্ষাকালে তারা সঠিক সময়ে স্কুলে যেতে পারেন না। এই নদীর উপর ব্রিজ তৈরির দাবি জানান ক্ষুদে ছাত্রীরাও ।
আরও পড়ুনঃ ‘শীতকালীন কার্নিভাল’ উপলক্ষে সাজো সাজো মেদিনীপুর
মৃদুল বাবু বলেন, খুব শীঘ্রই জেলা পরিষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সঙ্গে আলোচনা করবেন এ বিষয়ে। এলাকার মানুষের দাবিকে মান্যতা দেওয়ার দরকার বলেই উনি মনে করেন। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এই আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584