ওয়েবডেস্কঃ
শুক্রবার দুপুরে রুটিন মহড়া করার জন্য আকাশে উড়েছিল মিগ ২১ যুদ্ধবিমান রাজস্থানের বিকানের কাছাকাছি মাঝ আকাশে পাখির ধাক্কায় যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেতে খেতে নিচে পড়ে আগুন ধরে ধ্বংস হয়ে যায় ।
তবে স্বস্তির বিষয় এই যে , বিমানটি নিচে পড়ছে দেখে বিপত্তি বুঝে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে “ব্লো-আপ” ব্লক করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট । আপাতত তিনি সুস্থ রয়েছেন ।
যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে পাখির সাথে ধাক্কা লেগে যুদ্ধবিমানটি পাল্টি খেয়ে মাটিতে পড়েছে। তবে ঠিক কি কারণে এমনটা ঘটেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বায়ুসেনার আধিকারিকরা।
আরও পড়ুনঃপুলওয়ামা বিস্ফোরণ পাকিস্তান ও মোদীর ম্যাচ ফিক্সিংঃ বি কে হরিপ্রসাদ
উল্লেখ্য , কয়েকদিন আগে এই মিগ ২১ জেট যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির জেরে বিপত্তিতে পড়েছিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । তিনিও সাহসিকতার সাথে বিমান থেকে কোনরকমের বেরিয়ে প্রাণে বেঁচেছিলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584