সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ফের ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার যুবক রেন্টু সেখ(লিটন)(২৫) তামিলনাড়ুতে রং মিস্ত্রির কাজ করত। গত রবিবার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে চেপেছিল। ট্রেনে আসতে আসতে হঠাৎ ট্রেনের বগিতে আগুন লেগেছে এই গুজব রটে। এরপরই হুড়োহুড়ি লেগে যায়। তখনই ট্রেন থেকে লাফ দেন সাগরপাড়ার রেন্টু সেখ। সেই সময় অন্ধ্রপ্রদেশের কারাকোরাম জেলার বাটোয়া এলাকায় উল্টো দিক থেকে আসা কোনার্ক এক্সপ্রেস ধাক্কায় প্রাণ হারান রেন্টু সেখ।
জানা যায়,নমাস আগে কেরলে কাজে যায়, তারপর দু’মাস আগে তামিলনাড়ুতে রং মিস্ত্রির কাজে যোগ দেয়। তারপর সেখানে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য কাজ বন্ধ হয়ে যায়। এরপরই বাড়িতে আসার জন্য ট্রেনে চেপেছিল রবিবার সন্ধ্যায়। সাত বছর আগে পাশের গ্রামে কান্দিপাড়ায় বিয়ে হয়েছিল রেন্টু সেখের। তাদের ছয় বছরের একটি পুত্র সন্তানও আছে। এই মর্মান্তিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেংগে পড়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন অকালে স্বামীকে হারিয়ে কিভাবে একটি নাবালক সন্তানকে নিয়ে সংসার চালাবে সেটা ভেবেই কুল পাচ্ছে না স্ত্রী সাহিনা খাতুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584