রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত সাহাপাড়া গ্রামের বাসিন্দা মমিন শেখ নামে এক যুবক গত ছয়মাস আগে সৌদি আরবে কাজে গিয়েছিল। গত একমাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। সেখানেই হাসাপাতালে ভর্তি করা হয় তাকে কিন্তু দীর্ঘ একমাস লড়াই শেষে মৃত্যু হয় মোমিন সেখের। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ কুলটিকরির আর্থ কেয়ার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে পরিবেশ বিষয়ক নানা কর্মসূচি
মমিনের মা অভিযোগ তুলেছেন হাসপাতালে তাঁর ছেলের সঠিক চিকিৎসা হয়নি। বর্তমানে মমিনের বাড়িতে এক বোন ও এক ভাই রয়েছেন মমিনের ভাই-এর কিছু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। বাড়ির একমাত্র উপার্জনকারী সদস্য ছিল মমিন শেখ।স্বাভাবিকভাবেই মমিনের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার, সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। বৃহস্পতিবার রাতে মমিনের মৃতদেহ বাড়িতে পৌঁছাবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584