নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ভিন রাজ্য থেকে আসা শ্রমিকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের রতুয়ায়। পরিবার সূত্রে খবর, পরিবারের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার বেছে নিয়েছে ওই যুবক।
রতুয়া-১ ব্লকের ফরিদপুর গ্রামের বাসিন্দা ওই যুবকের বোনের সঙ্গে প্রতিবেশি এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই প্রেমের সম্পর্ক গ্রামবাসীরা মানতে রাজি হননি। ফলে দিন কয়েক আগে গ্রামের মাতব্বররা শালিশি সভা করে দুই পরিবারের জরিমানা করেন। বোনের এই কাজ মেনে নিতে পারেননি তার দাদা। শুক্রবার রাতে বাড়ির লোকের অবর্তমানে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
আরও পড়ুনঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক কর্মী
পরিবারের লোকেরা জানান, বাড়ি ফিরে এসেই তারা ঝুলন্ত দেহ দেখতে পান। মৃত ওই যুবকটি পেশায় ভিন রাজ্যের শ্রমিক। লকডাউনের আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছেন। তারা চার ভাই বোন। এছাড়াও বাড়িতে রয়েছে বাবা-মা স্ত্রী এবং একটি ১০ মাসের পুত্রসন্তান। পরিবারের সবচেয়ে বড় ছিল ওই যুবকটি। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584