মনিরুল হক, কোচবিহারঃ
গত ২১ মে বাড়িতে ফিরে আসা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বালারহাট গ্রামে।
জানা গেছে, ওই পরিযায়ী শ্রমিক তার নিজের বাড়িতেই মারা যান। আজ সকালে তার দেহ উদ্ধার করে কোচবিহারে নিয়ে আসা হয়। এছাড়াও ওই পরিযায়ী শ্রমিকের বাড়ির লোকজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের ইঁট ভাটায় কাজ করতেন মাথাভাঙার ওই পরিযায়ী শ্রমিক। ২১ মে তিনি মাথাভাঙায় নিজের বাড়িতে ফিরে আসেন। গতকাল তিনি বাড়িতে মাংস এনে পরিবারের অন্য সদস্যদের সাথে খাওয়া দাওয়া করেন। এরপরে অসুস্থ হয়ে মারা যান।
স্থানীয় বাসিন্দারা অবশ্য মৃত ওই পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষা করার দাবি করেছেন। দাবি তুলেছেন তার পরিবারের সদস্যদেরও যাতে লালরস পরীক্ষা করা হয়।
তবে এই নিয়ে এখনও পর্যন্ত জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584