জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
ভীন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক যুবকের। জানা গেছে, মৃতের নাম নয়ন শেখ, বয়স ২৩। বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজগ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে মাথার চুল বিক্রি করে টাকা রোজগারের জন্য বিহারে গিয়েছিলেন ওই ব্যক্তি। গতকাল নয়ন শেখ সহ বেশ কয়েকজন বিহার থেকে ভরতপুরে ফেরার জন্য একটি ছোটো গাড়িতে করে আসছিলেন। সেই সময় বিহারের বাঙ্কা জেলার পানেরা গ্রামের কাছে পেছন থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়ন শেখের। বাকিরা গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মা-বাবা-দাদা, সাক্ষী থাকল চার বছরের শিশু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক ডাম্পারটির চালক পলাতক। ডাম্পারটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নয়ন শেখের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঙ্কা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন নয়ন শেখ, মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবার ও গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584