জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির বাসিন্দা আতিকুল সেখ, বছর ২২। পরিবারের খরচ জোগাতে কর্মসূত্রে মালয়েশিয়া গিয়েছিল তিন বছর আগে। মালয়েশিয়ায় গত ৩ নভেম্বর গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হয় আতিকুল সেখের।
বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার ভোররাতে আতিকুলের মৃতদেহ বাড়িতে পৌঁছায়। মৃত আতিকুল স্ত্রী মেহজন বিবি জানায়, “গত নভেম্বর ৩ তারিখ সন্ধ্যার সময় আমার সঙ্গে শেষ কথা হয়েছিল, তারপর রাত দশটার সময় রাস্তায় দূর্ঘটনায় মৃত্যুর খবর আসে।”
স্ত্রী সহ এক মেয়ে ও ছেলে নিয়ে অসহায় পরিবার, সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার। উল্লেখ্য, গত দশদিনের মধ্যে মহলন্দী ২ অঞ্চলে তিনজনের দূর্ঘটনাজনিত মৃত্যু ঘটে। এর মধ্যে একজনের আসামে, একজনের মালয়েশিয়ায় ও একজনের লক্ষীনারায়ণপুর গ্রামে।
আরও পড়ুনঃ সাগরদিঘিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
এই তিনটি অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন মহলন্দী ২ অঞ্চল পঞ্চায়েত। আজ সোমবার সাংবাদিক বৈঠক করে প্রধানের পক্ষ থেকে জানানো হয়, “এই অঞ্চলের তিনজনের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি এবং তিনটি পরিবারকে পঞ্চায়েত ও সরকারের পক্ষ থেকে যেসমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে পায় তার ব্যবস্থা গ্রহণ করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584