মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের, অসহায় পরিবারের পাশে পঞ্চায়েত

0
117

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির বাসিন্দা আতিকুল সেখ, বছর ২২। পরিবারের খরচ জোগাতে কর্মসূত্রে মালয়েশিয়া গিয়েছিল তিন বছর আগে। মালয়েশিয়ায় গত ৩ নভেম্বর গাড়ি দূর্ঘটনায় মৃত্যু হয় আতিকুল সেখের।

বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার ভোররাতে আতিকুলের মৃতদেহ বাড়িতে পৌঁছায়। মৃত আতিকুল স্ত্রী মেহজন বিবি জানায়, “গত নভেম্বর ৩ তারিখ সন্ধ্যার সময় আমার সঙ্গে শেষ কথা হয়েছিল, তারপর রাত দশটার সময় রাস্তায় দূর্ঘটনায় মৃত্যুর খবর আসে।”

 

শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র

স্ত্রী সহ এক মেয়ে ও ছেলে নিয়ে অসহায় পরিবার, সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার। উল্লেখ্য, গত দশদিনের মধ্যে মহলন্দী ২ অঞ্চলে তিনজনের দূর্ঘটনাজনিত মৃত্যু ঘটে। এর মধ্যে একজনের আসামে, একজনের মালয়েশিয়ায় ও একজনের লক্ষীনারায়ণপুর গ্রামে।

আরও পড়ুনঃ সাগরদিঘিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

Mahalandi Gram Panchayat
অসহায় পরিবারের পাশে পঞ্চায়েত। নিজস্ব চিত্র

এই তিনটি অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন মহলন্দী ২ অঞ্চল পঞ্চায়েত। আজ সোমবার সাংবাদিক বৈঠক করে প্রধানের পক্ষ থেকে জানানো হয়, “এই অঞ্চলের তিনজনের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি এবং তিনটি পরিবারকে পঞ্চায়েত ও সরকারের পক্ষ থেকে যেসমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো যাতে পায় তার ব্যবস্থা গ্রহণ করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here