নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বহু শ্রমিক এসে পৌছাল বহরমপুর স্টেশনে। রফিনা বিবি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কেরালায় গিয়েছিলেন অন্যান্য সঙ্গীদের সাথে প্লাইয়ের কারখানায় কাজ করতে। তিনিও লকডাউনের কারণে সেখানে আটকে পড়েছিলেন। বুধবারে ফিরলেন নিজের রাজ্যে।
তিনি ভেবেছিলেন হাওড়াতে ট্রেনটি থামবে এবং সেখান থেকে নেমে তিনি নিজের গন্তব্যে চলে যাবেন। কিন্তু কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই বিশেষ ট্রেনটি সব জায়গায় দাঁড়ায়নি। সেইকারণে তিনি বহরমপুর কোর্ট স্টেশনে এসে নামেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জে লালারসের পরীক্ষা হলো পুলিশদের
পুলিশ সুপার কে সাবেরি রাজকুমার যখন জানতে পারলেন তখন তিনি টিমকে নির্দেশ দিলেন মহিলাকে পূর্ব মেদিনীপুরে নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য।জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের উনি একাই ছিলেন। পুলিশ সুপারের তৎপরতায় ওনাকে পৌঁছানোর ব্যবস্থা করা হল। পাশাপাশি আর.টি.ও সিদ্ধান্ত রায় জানান, পূর্ব মেদিনীপুরের রফিনা বিবিকেও ওনারা পাঠিয়ে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584