খড়গপুরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে ছিনতাইকারীকে ধরলো এক পরিযায়ী শ্রমিক

0
70

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

খড়গপুরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে ছিনতাইকারীকে ধরলেন এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে খড়গপুর স্টেশনের হাতিগোলা পুলের কাছে। রেল পুলিশ সূত্রে জানা যায় যে হায়দ্রাবাদ থেকে জনশতাব্দি এক্সপ্রেস ট্রেনে চেপে হাওড়া জেলার উলুবেড়িয়ায় বাড়ি ফিরছিল এক পরিযায়ী শ্রমিক। তার কাছে ছিল একটি দামি সখের মোবাইল ফোন।

kharagpur | newsfront.co
ফাইল চিত্র

খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর হাতিগোলা পুলের কাছে এক ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে ট্রেন থেকে লাফ দেয়। সঙ্গে সঙ্গে ওই যুবক চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মোবাইল ছিনতাইকারীর পিছু ধাওয়া করে। প্রায় তিন কিলোমিটার তাকে ধাওয়া করে গ্রামবাসীদের চেষ্টায় সে হাতেনাতে তাকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ।

আরও পড়ুনঃ গোয়ালপোখরের অর্থনীতিকে ঘুরিয়ে দিচ্ছে মৎস্যচাষ

ওই পরিযায়ী শ্রমিক মোবাইল ছিনতাইকারীকে রেল পুলিশের হাতে তুলে দেয়। সেই সঙ্গে ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে ওই পরিযায়ী শ্রমিকের হাতে তুলে দেয় রেল পুলিশ। তবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ফলে কিছুটা আঘাত পায় ওই পরিযায়ী শ্রমিক।

তবে যেভাবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে একজন মোবাইল ছিনতাইকারীকে সে ধরলো তা অত্যন্ত প্রশংসনীয় বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে ওই ঘটনা নিয়ে এলাকার বাসিন্দারা রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ওই এলাকায় প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে, তবুও রেল পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here