নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কোয়ারেন্টাইন সেন্টারে নিম্নমানের খাবার থেকে অপরিচ্ছন্ন ঘর, শৌচাগার নিয়ে ক্ষুব্ধ সেখানে থাকা পরিযায়ী শ্রমিকরা। মালদহের পলিটেকনিক কলেজে কোয়ারেন্টাইন সেন্টারে এক সপ্তাহ পরেও অনেকের লালারসের নমুনা পর্যন্ত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ।
লকডাউনের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে মালদহে ফিরে এসেছেন প্রচুর শ্রমিক। তাদের ঠিকানা এখন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার। বিভিন্ন স্কুল ও কলেজে রাখা হয়েছে ভিন রাজ্য ফেরতদের। জেলা প্রশাসন সূত্রে খবর মালদহ জেলায় চারশোর বেশি কোয়ারেন্টাইন সেন্টার চালু রয়েছে।
আরও পড়ুনঃ আমপানের ত্রাণ দুর্নীতি নিয়ে বিক্ষোভ বিডিও অফিসে
মালদহে অনেক কোয়ারেন্টাইন সেন্টারে পরিষেবা নিয়ে ক্ষুব্ধ আবাসিকেরা। তাদের অভিযোগ দু’বার টিফিন এবং দুপুর ও রাতে খাবার যা দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্ন মানের। টিফিনে সকাল ও বিকালে দেওয়া হচ্ছে শুকনো মুড়ি ও চিড়ে। আর রাতে মাছ ও ডিম ভাত দিলেও তা খাওয়ার অযোগ্য। কোয়ারেন্টাইন সেন্টারের শৌচাগারগুলির পরিষ্কার করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584