রেল পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রমিকরা

0
26

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহে শ্রমিক স্পেশাল ট্রেন থেকে নেমেই রেল পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন পরিযায়ী শ্রমিকরা।মঙ্গলবার দক্ষিণ ভারতের বেঙ্গালুরু থেকে রওনা হয়ে বৃহস্পতিবার মাঝ রাতে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। মোট যাত্রী সংখ্যা ছিল ১৪৯৭ জন।

Station | newsfront.co
নিজস্ব চিত্র

মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিকদের মালদহ টাউন স্টেশনে নামিয়ে দিয়ে শ্রমিক স্পেশাল ট্রেনটি অন্য পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা হয়ে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনের বেহাল পরিষেবা নিয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন পরিযায়ী শ্রমিকরা।

আরও পড়ুনঃ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ভবঘুরে মহিলা

তাঁদের অভিযোগ, খাবার দাবার কিছুই ছিল না। শ্রমিক স্পেশাল ট্রেনটি মালদহে পৌঁছনোর আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সুরক্ষা ব্যবস্থা। ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। শ্রমিকরা যেন একে একে নেমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারেন তা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করা হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here