নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সরকারি কোয়ারেন্টাইনে বহাল তবিয়তে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। ফুটবল খেলেই মন চাঙ্গা রাখছেন তারা। তাদের পাশে রয়েছে রায়গঞ্জ পুরসভা। তবে সবার জন্য ফুটবলে ছাড়পত্র নয়। যারা করোনা সংক্রমিত না হয়েই কোয়ারেন্টাইনে থাকছেন বা আক্রান্তের সংস্পর্শে যারা এসেছিলেন, এমন ব্যক্তিদের ফুটবল খেলায় অনুমতি মিলেছে।
রায়গঞ্জ ষ্টেডিয়ামকে সরকারি কোয়ারেন্টাইন করা হয়েছে। সেখানে থাকা মানুষদের একঘেয়েমি কাটাতে এবার ফুটবল খেলার ব্যবস্থা করেছে পুরসভা। এদের মধ্যে কয়েকজন পরিযায়ী শ্রমিকও রয়েছেন। ষ্টেডিয়ামের মাঠে ফুটবল খেলার জন্য কোয়ারেন্টাইনে থাকা মানুষদের ফুটবল দেওয়া হয়েছে। সেই ফুটবল নিয়ে ষ্টেডিয়ামের মাঠে আবাসিকরা ফুটবল খেলছেন।
আরও পড়ুনঃ বীর শহীদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর
রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ‘কোভিড হাসপাতালে রোগিদের জন্য টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সরকারি কোয়ারেন্টাইনে থাকা আবাসিকদের জন্য কিছুই করা হচ্ছিলো না। সেকারণে তাদের মনোরঞ্জন এবং একঘেয়েমি কাটাতে পুরসভার পক্ষ থেকে ফুটবল দেওয়া হয়েছে। সরকারি কোয়ারেন্টাইনে থাকা যুবকরা সেই বল নিয়ে ষ্টেডিয়ামের ভিতরের মাঠেই খেলছেন। এর ফলে তাদের মনোরঞ্জনের পাশাপাশি শরীর চর্চাও হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584