ত্রাণ ঠিকমতো না পাওয়ায় পথ আটকে বিক্ষোভ শ্রমিকদের

0
147

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ত্রাণ ঠিকমতো না পাওয়ায় এবার পথ আটকে বিক্ষোভ দেখাল পরিযায়ী শ্রমিকরা। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের নুর আমিন রেশন দোকানে পরিযায়ী শ্রমিকদের চাল ডাল নিয়ে লরি আসলে আটকে দেন স্থানীয় মানুষরা।

Road block | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের দাবি, ‘আমরা ভিনরাজ্য থেকে এসেছি। পরিযায়ী শ্রমিকদের মাথা পিছু ১০ কিলো চাল ২ কিলো ছোলা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো আমরা পঞ্চায়েত ও বিডিও অফিসে আমাদের নথিপত্র জমা করে আসি। কিন্তু আজও চাল পায়নি। যাদের নাম রয়েছে, তারা কোনো দিন বাইরে যায়নি। কীভাবে নাম আসল সেটা আমাদের জানাতে হবে। সেই কারণে আজ আমরা রেশন দোকান বন্ধ করে রাস্তায় আন্দোলন করতে নেমেছি। আমাদেরকে নিয়ে কেন এত অবহেলা করা হচ্ছে বুঝতে পারছি না।’

Rice sack loading | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয়ে রেশন ডিলার জানান, ‘আমাদের কিছু করার নেই। আমাদের যে লিস্ট আসবে আমরা সেটা দেখে মাল বিলি করব। এই মুহূর্তে আমাদের কাছে মোট ২২৪ জনের লিস্ট এসেছে। সেই মতো সকাল থেকে মাল দেওয়া শুরু করি। তখন কিছু স্থানীয় মানুষ এসে মাল দেওয়া বন্ধ করে দেন। আমি উচ্চ আধিকারিকদের জানিয়েছি। তারাও আজ মাল দেওয়া বন্ধ রাখার কথা বলেছেন।’

আরও পড়ুনঃ লাদাখে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা কংগ্রেস কর্মীদের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জলঙ্গি থানার পুলিশ বাহিনী ও স্থানীয় অঞ্চল সভাপতি। তাদের আশ্বাসেই আন্দোলন তুলে নেন। তারা জানান, পরিযায়ী শ্রমিকরা যাতে বাদ না যান, সেই চেষ্টা করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here