নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কোয়ারেন্টাইন সেন্টারে প্রশাসন থেকে খাবার না পেয়ে মঙ্গলবার বিক্ষোভ ফেটে পড়লেন শ্রমিকেরা। সেই সঙ্গে তাদের কোন স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় সরব হয়েছেন তারা। তবে প্রশাসনের আশ্বাস পেয়ে কয়েক ঘণ্টা পরে তারা বিক্ষোভ তুলে নেয়।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে বাইরে থেকে আসা বেশ কয়েকজন শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টারে থাকছিলেন। তাদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে তাদের জন্য কোন খাবার ব্যবস্থা করা হয়নি। হয়নি কোনো স্বাস্থ্য পরীক্ষা। এর সুরাহা চেয়ে এদিন তারা হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে তাদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শুরু করতে হবে।
আরও পড়ুনঃ আজও আমপানের কথা ভাবলে শিউরে ওঠেন মন্ডল দম্পতি
হরিশ্চন্দ্রপুর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, ‘বিক্ষোভের খবর পেয়েছি। এলাকায় একটা গুজব হয়েছে যে সেন্টারে থাকলে নাকি ৫০০ টাকা পাওয়া যাবে। এরকম কোন সরকারি আদেশ নামা নেই। স্থানীয় পঞ্চায়েতকে ওদের খাবার-দাবার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584