নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
প্রশাসন থেকে গ্রাম পঞ্চায়েতে তদন্ত করতে এসে পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক গ্রাম পঞ্চায়েত অফিসে। পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে আধিকারিক সহ প্রধানকে ঘেরাও মুক্ত করে।

জানা গিয়েছে, মানিকচক এলাকায় প্রচুর পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে ফিরে এসে সরকারি কোয়ারেন্টাইনে অব্যবস্থার মধ্যে কাটানোয় তাদের মধ্য আগে থেকেই ক্ষোভ দানা বেঁধে ছিল। তারপরেই তাদের পর্যাপ্ত রেশন সহ খাদ্যসামগ্রীর ব্যবস্থা বারংবার চাওয়া সত্বেও পাওয়া যায়নি। এমনকি, একশো দিনের কাজও পরিযায়ী শ্রমিকদের জুটছেনা। এসেব নিয়ে পরিযায়ী শ্রমিকরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হন।
আরও পড়ুনঃ হঠাৎ বাতিল ফি পর্যালোচনা বৈঠক, অভিভাবক বিক্ষোভ কার্মেল স্কুলে
জানা গিয়েছে, বিজেপি পরিচালিত মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন বিউটি মন্ডল। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দিন কয়েক আগে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান শংকর মন্ডল সহ অন্যান্য সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্দেশ মত তদন্তে এসেছিলেন প্রশাসনিক কর্তারা। তখনই বিক্ষোভ হয়। যদিও এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি মন্ডলের বক্তব্য, তাঁকে বদনাম করতেই তাঁর বিরোধী পক্ষ থেকে এই বিক্ষোভ করানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584