নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকরা চালের কুপন নিতে এসে প্রধান ও পঞ্চায়েত কর্মীদের না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েত দফতরে। তবে এদিন তালা ঝোলানো হলেও দুপুর পর্যন্ত প্রধান অফিসে আসেননি। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, ভিনরাজ্য থেকে ফিরে বাড়িতে কর্মহীন অবস্থায় রয়েছেন তারা। রাজ্য সরকারের পক্ষ থেকে ফেরত আসা শ্রমিকদের চাল দেওয়ার কথা ঘোষণা হয়েছে। তবে তালিকায় নাম থাকা সত্বেও কুপন পাওয়া যাচ্ছে না। গরহাজির থাকছেন প্রধান।
আরও পড়ুনঃ বন্যা থেকে রায়গঞ্জকে বাঁচাতে কুলিক নদীর বাঁধ মেরামতের কাজ শুরু
এদিন বিকাল পর্যন্ত পঞ্চায়েতে ঝোলানো তালা খোলেননি শ্রমিকরা বলে খবর পাওয়া গিয়েছে। প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান মুস্তাক আলমকে ফোন করা হলে তিনি জানান, “প্রায় ছয় শতাধিক শ্রমিকের নাম তালিকাভুক্ত রয়েছে। আমরা কুপন বিলি করেই চলেছি। দফায় দফায় কুপন বিলি প্রক্রিয়া চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584