বিজেপি চালিত পঞ্চায়েত অফিসে বিক্ষোভে পরিযায়ী শ্রমিকরা

0
162

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

খাদ্যশস্যের কুপন না পাওয়ার অভিযোগে বিজেপি পরিচালিত মানিকচক পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদহের মানিকচক গ্রাম পঞ্চায়েতে। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

workers protest | newsfront.co
নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের মাঝে পড়ে পঞ্চায়েত চত্বরেই আক্রান্ত হন এক বিজেপি কর্মী। স্লোগান, অবরোধের জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ।

আন্দোলনকারীদের দাবি,প্রকৃত পরিযায়ী শ্রমিকরা খাদ্যের কুপন পাচ্ছেন না। এর আগেও বেশ কয়েকবার এই দাবিতেই বিক্ষোভ দেখান বিজেপি পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতে।

আরও পড়ুনঃ ফুলবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে গেল ট্রাক

করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে মালদহে ফিরেছে প্রায় ১ লক্ষ ৩০ হাজার শ্রমিক। পরিযায়ী শ্রমিকদের জন্য রেশনের মাধ্যমে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এ জন্য বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে কুপন পৌঁছচ্ছে পরিযায়ীদের কাছে।

কিন্তু মানিকচকে এই কুপন বিলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, ভিন রাজ্য থেকে ফেরত প্রকৃত পরিযায়ীরা খাদ্যসঙ্কটে থাকলেও তাঁদের কাছে কুপন পৌঁছনো হয়নি। অথচ যাঁরা কুপন পেয়েছেন, তাঁরা পরিযায়ী শ্রমিক নন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ফুলবাড়িতে ৫০ লক্ষ টাকার সুপারি উদ্ধার ,গ্রেফতার লরি চালক

শনিবার প্রথমে পঞ্চায়েত অফিসে গিয়ে কার্যত গেট আটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here