নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে ইঁটভাটা বন্ধ হয়ে গিয়েছে। জমানো টাকাও শেষ। তাই হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছেন শ্রমিকরা। এই ছবি এখন নিত্য দিনের। ইসলামপুর বাসস্ট্যাণ্ডের সামনে দিয়ে ঝাঁকে ঝাঁকে বিহারের ইঁটভাটার শ্রমিকরা পায়ে হেঁটে তীব্র দাবদাহ উপেক্ষা করেই বাড়ি ফিরছে।
শুধু যে বিহার তাও নয় বরং আরো অন্যান্য রাজ্য থেকেও পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন। কেউ পায়ে হেঁটে কেউবা সাইকেলে চেপে। তবে সংখ্যায় বেশি ওই পায়ে হাঁটা শ্রমিকই।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষাপত্র মূল্যায়নের নির্দেশিকা জারি
সরকারিভাবে এক জায়গার শ্রমিকদের অন্য জায়গায় তাদের বাসস্থানে ফিরিয়ে দেওয়ার একটা কর্মসূচি চালু হয়েছে। তাদেরকে রেখে চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করে এবং খাওয়ার ব্যবস্থা করে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও, প্রতিদিন এত হাজার হাজার শ্রমিক হেঁটেই চলেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584