নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিহার রাজ্যের পূর্ণিয়া ও সমস্তিপুর সহ অন্যান্য জেলা থেকে উড়িষ্যা কাজ করতে যাওয়া প্রায় ৩৭ জন পরিযায়ী শ্রমিক মঙ্গলবার জাতীয় সড়ক ধরে সাইকেলে বাড়ি ফিরছিল, সেই সময় শালবনি থানার পুলিশ টহল দেয়ার সময় এই শ্রমিকের দলটিকে দেখতে পায়,পরে শালবনির পুলিশ প্রশাসন এইসব পরিযায়ী শ্রমিকদের আটকায়, পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ভাদুতলার জঙ্গলে।

শালবনি থানার পুলিশ এদের সঙ্গে কথা বলে জানতে পারে এরা উড়িষ্যার ভুবনেশ্বরে একটি বেসরকারি সংস্থায় গ্যাস সিলিন্ডার রঙের কাজ করতেন। লকডাউনে কর্মহীন হওয়ায় টান পরেছে পেটে। জমানো রসদ,খাবার-দাবার থেকে অর্থ শেষ হওয়াতে এমনই এক সিদ্ধান্ত নিয়েছে এই শ্রমিকরা।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, উত্তেজনা চাঁচলে
এই শ্রমিকের দলটি যেকোনো উপায়ে বাড়ি ফিরতে চায়, ফলে এই ধরনের পদক্ষেপ নিয়েছে তারা।শ্রমিকরা বাড়ি ফিরতে চাওয়ায় পথেই দেখা বাংলার কয়েকজন পরিযায়ী শ্রমিক বন্ধুর সঙ্গে। এরা বাঁকুড়া থেকে গিয়েছিল উড়িষ্যা ভুবনেশ্বর খাবারের দোকানে কাজ করতে। ঠিক বাংলার শ্রমিকদেরও এই একই অবস্থা।
গোটা দেশজুড়ে যখন শ্রমিকদের অবস্থা হাহাকার। বাংলার শ্রমিকরা ভিনরাজ্যে গিয়ে আটকে রয়েছে। অভিযোগ করছে তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছেনা, তখন উড়িষ্যা থেকে আসা এই পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদেরকে জল, খাবারের ব্যবস্থা করে শালবনি থানার পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584