নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ফের বাড়ি ফেরার পথে মারা গেলেন এক পরিযায়ী শ্রমিক। মুম্বইয়ের কাপড়ের কারখানায় কাজ করতেন মহম্মদ আসিফ।
লকডাউনের কারনে যখন কারখানায় কাজ চলে গেল, তখন কিছুদিন মুম্বইতে কাটিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তাঁর বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে। কিন্তু মাঝ রাস্তাতেই মারা গেলেন তিনি।
আরও পড়ুনঃ বাড়ি ফেরা হল না সুদর্শনের
মঙ্গলবার রাতে বাড়ির লোকেদের কাছে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছোয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বছর ১৮ বয়সী আসিফ ২১ মে মুম্বই থেকে বাড়ির উদ্দেশ্যে বাসে চেপে রওনা দেন। বৃহস্পতিবার বাস তাঁকে উত্তর প্রদেশের একটি ত্রাণ শিবিরে নামিয়ে দেয়।
সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে এসে পৌছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃতদেহ উত্তর প্রদেশ থেকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584