নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যা আদতে একটি স্বাস্থ্যবিমা, যা আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি অংশ। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার লক্ষ্য হল ১০.৪৭ কোটি ভারতীয় নাগরিককে বাৎসরিক পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়া।
ন্যাশনাল হেলথ অথরিটির এক সমীক্ষাতে জানা গেছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতালগুলি কোভিড পূর্ববর্তী পর্যায়ে তাদের ব্যবসা পুনরুদ্ধার করেছে ৬৬ শতাংশ। বিভিন্ন রাজ্যের তথ্য থেকে দেখা যাচ্ছে, লকডাউনের আগে এবং পরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা ‘মোদি কেয়ার’ স্কিমে ক্লেম বহুল পরিমাণে বেড়েছে।
আরও পড়ুনঃ সাংবাদিক রানা আয়ুবের অভিযোগের কেস ফাইল বন্ধ করতে চায় দিল্লি পুলিশ
তামিলনাড়ু ফেব্রুয়ারি পর্যন্ত ক্লেমের পরিমাণ ৪২%, জুলাইতে বেড়ে দাঁড়িয়েছে ৬৮%
মধ্যপ্রদেশ আগে ছিল ৪১%, পরে ৬৩%
বিহার আগে ছিল ২৬% , পরে ৬৭%
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিতে এই সময় বেশিরভাগই শুধুমাত্র কোভিডের চিকিৎসা হওয়ার কারণে অন্য রোগের ক্ষেত্রে পরিষেবা দিয়েছে বেসরকারি হাসপাতাল। কিছু ক্ষেত্রে খুব কম নথিপত্রের ভিত্তিতে সাময়িক অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে যাতে কোন ভাবেই কোভিড ছাড়া অন্য রুগীদের স্বাস্থ্য পরিষেবা পেতে অসুবিধে না হয়।
আরও পড়ুনঃ বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের
তবে সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাননি, লকডাউন চলাকালে। অর্থাৎ ‘মোদি কেয়ার’ বা ‘আয়ুষ্মান ভারত’ কোনোটাই তাঁদের জন্য আশীর্বাদ হয়ে আসেনি এটি সরকারি তথ্যেই প্রকাশিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584