নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
উত্তর দিনাজপুর জেলা ও দার্জিলিং জেলার মাঝ সীমান্তে ৩১ নং জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ যে তারা বিহারের ইঁটভাটায় কাজ করতেন এবং লকডাউনের কারণে তারা আটকে পড়ে।
এমনকি মালিক তাদের পাওনা টাকাও দেননি। তাই কোন রকম উপায় না পেয়ে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কারও বাড়ি কোচবিহার আবার কারও বাড়ি অসমে। এরপর এদিন সকালে উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলায় ঢোকার মুখে পুলিশ তাদের আটকে দেয়। এবং তাদের বলা হয় যে তারা কোন রকম ভাবে দার্জিলিং জেলায় প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুনঃ শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে অবস্থানে পরিবারের সদস্যরা
এরপর প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক ৩১ নং জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই শ্রমিকদের দাবি, প্রশাসন আমাদের বাড়ির ফেরার কোন ব্যবস্থা গ্রহণ না করলে আমরা পথ অবরোধ তুলবো না। এই পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে দেড় ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584