শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
প্রাণের তাগিদে হরিয়ানা থেকে অটো চালিয়ে দক্ষিণ দিনাজপুরে ফিরলেন ১৮ জন পরিযায়ী শ্রমিক। করোনা পরিস্থিতিতে লক ডাউনের জেরে উপার্জন বন্ধ হওয়ার ফলে প্রবল সংকটে পড়েছেন ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা।
একদিকে বাড়তে থাকা সংক্রমনের ভয়, অপরদিকে কাজ হারিয়ে অর্থের অভাবে প্রবল খাদ্য সংকট। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কঠিন পরিস্থিতিতে শুধু মাত্র বেঁচে থাকার তাগিদে বাড়ি ফেরার পথই বেছে নিয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। এদিন হরিয়ানার গুরগাঁও থেকে প্রায় ১,৬৩৮ কিমি রাস্তা অটো চালিয়ে দক্ষিণ দিনাজপুরে ফিরলেন জেলার বিভিন্ন ব্লকের ১৮ জন পরিযায়ী শ্রমিকরা।
আরও পড়ুনঃ ‘আর হাঁটতে পারছি না’ -কাতর আবেদন শ্রমিকদের
এইদিন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে পৌঁছাতেই ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডলের তত্ত্বাবধানে পরিযায়ী শ্রমিকদের বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ে খাদ্য বিশ্রামের ব্যবস্থা করা হয়। জানা যায়, ওই ১৮ জন শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584