কেরালা থেকে বহরমপুরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

0
70

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যেও আটকে পড়েছেন বিভিন্ন রাজ্যের শ্রমিক। অনেক দিন কেটে গেলেও অবশেষে একটি বিশেষ ২৬ বগির ট্রেন কেরালার ঈর্নাকুলাম থেকে মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনে মোট যাত্রী ছিল ১২০০ জন।

Murshibad police | newsfront.co
বাড়ি ফেরা। নিজস্ব চিত্র

রাত্রিতে বহরমপুর কোর্ট স্টেশনে এসে দাঁড়ায় ট্রেনটি। সেখানে শ্রমিকদের সংবর্ধনা জানাতে পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর নিজ থানার এলাকায় বাসে করে পাঠিয়ে দেওয়া হয়। সেই মতো জলঙ্গি থানার পুলিশ ও জনপ্রতিনিধিরা হাজির হন এবং কেরল ফেরত শ্রমিকদের বিভিন্ন সচেতনতামূলক কথা বলেন।

আরও পড়ুনঃ মানসিক অবসাদ কাটাতে এগিয়ে এল ‘মনের জানালা’

এক ব্যক্তি জানান, অনেক কষ্টের মধ্যে ছিলাম। চিন্তায় ঘুম আসত না কিভাবে বাড়ি যাবো সেই ভেবে। শেষমেষ বাড়ি পৌঁছিয়ে গেলাম আজ।তবে আমাদের মত অসহায় অনেক শ্রমিক এখনও পর্যন্ত আটকে আছেন।’ গোটা মুর্শিদাবাদের মধ্যে জলঙ্গি থানায় ৪৫০ জনেরও বেশি শ্রমিক বাড়ি ফিরে এসেছে।

এদিন এসডিপিও ফারুক এম ডি চৌধুরী বলেন, ‘আপনারা যারা কেরল থেকে বিশেষ ট্রেন করে বাড়ি ফিরে এসেছেন, তাদেরকে বলছি আপনারা ১৪ দিন বাড়ির বাইরে বেরোবেন না।নিজে ভালো থাকুন অপরকে সুস্থ রাখুন।’ উপস্থিত ছিলেন জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস,ডোমকল সি আই,এসডিপিও ও জেলা পরিষদের মেম্বার সৈয়দ রাফিকা সুলতানা,চুয়াপারা গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম ও অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here