নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ফাৰ্মরোড এলাকায় প্রচণ্ড রোদের মধ্যে মাথায় ব্যাগ বোচকা নিয়ে হাঁটতে দেখে তাদের আটকান শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ও শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি । তাদের জিজ্ঞাসা করে জানতে পারেন, তারা খড়্গপুর থেকে হাঁটছেন।
নদীয়া জেলার রানাঘাট যাবেন। সন্দীপবাবু তাদের অপেক্ষা করতে বলেন। একটা গাড়ির ব্যবস্থা করে তাদের শালবনি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। সকলে সুস্থ থাকায় সন্দীপ বাবু তাদের শালবনি হাইস্কুলে থাকার ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন। শুক্রবার শালবনিতে ওনারা থাকেন এবং শনিবার তাদের গাড়ির ব্যবস্থা করে রানাঘাটে পাঠানো হয়। সেই ৭ জন পরিযায়ী শ্রমিক ভাইদের শনিবার রানাঘাটে পাঠানো হলো ।
আরও পড়ুনঃ হলদিয়া মহকুমা হাসপাতালকে করোনা বেড প্রদান বেসরকারি কারখানা কর্তৃপক্ষের
সন্দীপ সিংহের কথায়, ‘সুমন সরকার ও অন্যান্য দলীয় কর্মীরা সেই শ্রমিকদের সহযোগিতা করেন। যার ফলে ওই পরিযায়ী শ্রমিকদের রানাঘাটে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।যার ফলে খুশি ওই পরিযায়ী শ্রমিকরা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584