নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লকডাউনের কারণে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়েছিল। সরকারের উদ্যোগে ও জেলা আধিকারীকদের উদ্যোগে বহু শ্রমিক ফিরে এসেছেন। অনেকে পায়ে হেঁটে বা সাইকেলে এসেছেন। বুধবার সকালে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিহার এমন বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু শ্রমিক জেলায় ফিরেছেন। বিভিন্ন জায়গায় ওনারা লেবারের কাজ করতেন৷
জলপাইগুড়ি থেকে আসা শ্রমিকেরা সেখান থেকে বেশি দামে পুরাতন সাইকেল কিনে তা চালিয়ে আসেন বাড়ি পৌঁছানোর তাগিদে। বিহার থেকে যারা এসেছেন ওনারা দুই হাজার টাকা করে মাথাপিছু দিয়ে গাড়ি ভাড়া করে এসেছেন মালদহ জেলা পর্যন্ত। মালদহ জেলার প্রশাসন তাদেরকে আটকে দিলে ফারাক্কা ব্রীজ পর্যন্ত হেঁটে আসেন।
আরও পড়ুনঃ রেশন দোকানে উত্তেজনা বালুরঘাটে
ভিন রাজ্য থেকে এবং বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের ফারাক্কা থানার পক্ষ থেকে সকালবেলায় টিফিন দেওয়া হয়। সেই সঙ্গে মাস্ক পড়িয়ে দেন এবং বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন। তবে প্রথমে তাদের প্রত্যেককে ডাক্তারদের দিয়ে স্ক্রিনিং টেস্ট করানো হয়। পরীক্ষা করে সকলকে টিফিন দিয়ে ফারাক্কা থানার পক্ষ থেকে তাদেরকে গাড়ি করে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584