বিহার থেকে পায়ে হেঁটে বাড়ির পথে ৭০ জন পরিযায়ী শ্রমিক

0
34

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

জমানো যা টাকা ছিল তাও শেষ। আর মালিক কোন টাকা দিতে নারাজ। তাই বিহারের সাহুডাঙ্গি থেকে পায়ে হেঁটেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৭০ জন পরিযায়ী শ্রমিক। ওই ৭০জন শ্রমিকদের মধ্যে ৪০ জন মহিলা ও ১৫ জন ছোট শিশুও রয়েছে। রবিবার রাতে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

workers | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সকালে শিলিগুড়ি মহকুমার বাংলা বিহার সীমান্তের ধুমনিরহাটে এসে তারা পৌঁছান। সেখানে একটি গাছের নীচে বসে বিশ্রাম করেন তারা। ওই শ্রমিকদের মধ্যে আনোয়ার হুসেন বলেন, ‘আমরা যে ইটভাটায় কাজ করতাম সেখান থেকে আমাদের বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবার জন্য। এমনকি আমরা যা টাকা পেতাম সেই টাকাও কেটে নেয় ভাটার মালিক। এরপর আমরা বিহার পুলিশের সাথে যোগাযোগ করি বাড়ি ফিরে যাবার জন্য। কিন্তু বিহার পুলিশ আমাদের সাথে খারাপ ব্যবহার করেন।’

আরও পড়ুনঃ গুজবের জেরে ব্যাপক ক্ষতির মুখে ডালখোলার ফল ব্যবসায়ীরা

অপর এক শ্রমিক মহম্মদ সায়েদ আলি বলেন,’আমরা সারা রাত কোন কিছু না খেয়েই পায়ে হেঁটে এই জায়গায় এসে পৌছোই। যে ভাটায় ছিলাম সেই ভাটা থেকে বলা হয় তারা আমাদের কোন রকম সাহায্য করতে পারবেন না। তাই রাজ্য সরকারের কাছে আবেদন করি যাতে আমরা সবাই বাড়ি ফিরতে পারি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here