৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনল দক্ষিণ দিনাজপুর কংগ্রেস

0
43

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

নিজস্ব উদ্যোগে বাস ভাড়া করে ৪৭জন আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস৷ ৪৭ জন পরিযায়ী শ্রমিককে ছত্রিশগড়ের রায়পুর থেকে ফিরিয়ে আনা হল। ৪৭ জন শ্রমিকের অধিকাংশরই বাড়ি বালুরঘাট ব্লকে।

police camp | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও গঙ্গারামপুর হিলি ব্লকের বেশকিছু শ্রমিক ছত্রিশগড়ের রায়পুরে আটকে ছিল বিগত দুই মাসেরও বেশি সময় ধরে। যে নির্মাণ সংস্থার পক্ষ থেকে শ্রমিকরা ওখানে কাজ করতে গিয়েছিলেন, তারা কিছুদিন তাদের খাবার ব্যবস্থা করলেও শেষের দিকে আর খাবার ব্যবস্থা হয়নি।

আরও পড়ুনঃ সংগঠনকে চাঙ্গা করতে মাদারিহাটে তৃণমূলের কোর কমিটি

কার্যত অনাহার কাটাতে হয়েছে শ্রমিকদের। বাড়ি ফিরতে পেরে তারা খুশি। পরিযায়ী শ্রমিকদের খাসপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছে স্বাস্থ দপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here