পুলিশি উদ্যোগে ঘরে ফিরছে পরিযায়ী শ্রমিক

0
43

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূম জেলা পুলিশের কাঁকড়তলা থানা ও শান্তিনিকেতন থানার উদ্যোগে ১৬৫ এবং ১৫৭ জন পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হলো। কাঁকড়তলা থানার ওসি নিজের হাতে সেই সব শ্রমিকদের খাবার পরিবেশন করেন।

congrats | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি জানান, দিন ছয়েক আগে রেলপথ ধরে ঝাড়খণ্ডের দেওঘড়ের বিভিন্ন এলাকার মানুষের দল বাড়ি ফিরছিলো। সে সময় কাঁকড়তলা থানার টহলরত পুলিশের তা নজরে আসে। সাথে সাথেই তাদেরকে থানায় নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এবং বীরভূমের জেলা শাসকের কাছে আবেদন করা হয় পরিযায়ী শ্রমিকদের যাতে সুষ্ঠুভাবে বাসে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়।

আরও পড়ুনঃ অতিরিক্ত জেলাশাসককে ডেপুটেশন যুব কংগ্রেসের

সেই মোতাবেক আজ বীরভূমের জেলা শাসকের অনুমতি আসার পরেই তাদেরকে সরকারি বাসে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে আজ দুপুরে বীরভূম জেলা পরিষদের সভাকক্ষে বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং ও বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ করোনা মোকাবিলায় প্রথম সৈনিক ডাক্তারদের সংবর্ধনা দেন।

পাশাপাশি যে ছয়জন মানুষ করোনা ব্যাধিকে হারিয়ে জয়ী হয়ে বাড়ি ফিরে গেছেন তাদেরকে খাদ্যসামগ্রী, মিষ্টি, ফুল পাঠিয়ে অভিনন্দন জানান জেলা পরিষদের পর্যবেক্ষক অভিজিৎ সিংহ। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, পরিযায়ী মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও সবরকম সাহায্য করে বাড়ি পাঠানো হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here