উলটপূরণ, পেটের টানে ফের ভিনরাজ্যে পাড়ি পরিযায়ী শ্রমিকদের

0
79

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

এ যেন উলটপূরণ, যেখানে হাজার হাজার পরিযায়ী শ্রমিক করোনা আতংকে রুটি -রুজি হারিয়ে পায়ে হেঁটে, ট্রেনে-বাসে নিজ নিজ রাজ্যে ফিরে আসছেন। সেখানে সেই করোনা আতংকের চিন্তা মাথায় রেখেও শুধুমাত্র পেটের টানে হায়দ্রাবাদে কর্মক্ষেত্রে যোগ দিতে শ্রমিকরা দলবেঁধে রওনা হলেন ওই রাজ্যের একটি বেসরকারি নির্মানকারি সংস্থার প্রেরিত গাড়িতে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওড়ে এমন বিরল ঘটনায় অনেকেই যেন বেঁচে থাকার আশার আলো দেখছেন।

leave | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিওড় এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদের মেডক এলাকায় একটি বেসরকারি নির্মান সংস্থার পাঠানো গাড়িতে গতকাল সন্ধ্যায় ফের কাজে যোগ দিতে চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা সে কথা স্বীকার করে। দেখা যায় অন্ধ্রপ্রদেশের নম্বর প্লেট যুক্ত একটি ছোট গাড়িতে তারা তাদের নিজ নিজ মালপত্র ও রাস্তায় খাবারের জন্য রান্নার সরঞ্জাম তুলে সব কিছু ঠিকঠাক করে নিতে ব্যস্ত।

আরও পড়ুনঃ মালদহে ফের ৩ জন করোনায় আক্রান্ত

আরও একটি গাড়ি রাস্তায় আছে একটু পরেই সেখানে ঢুকবে বলে জানা যায়। নির্মানকারি সংস্থার পাঠানো দুটি গাড়ি চেপেই করোনা আতংকের কথা মাথায় রেখেও তারা হায়দ্রাবাদের মেডকে কাজে যোগ দিতে চলেছেন শুধু রুটি রুজির টানে। না হলে সারাবছর কিভাবেই বা পরিবারের পেট ভরাবেন আর কিভাবেই বা ভবিষ্যৎ -এর জন্য সঞ্চয় করে রাখবেন।

আরও পড়ুনঃ লকডাউনে পরিবার নিয়ে হতাশায় ডুবে মৃৎশিল্পী

জানা গিয়েছে করোনা আতংকে লকডাউনের জেরে বেসরকারি সংস্থার কর্মরত শ্রমিকরা নিজ নিজ এলাকায় তাড়াহুড়ো করে ফিরে যায়। ফলে নির্মানকারি সংস্থার কাজ অসমাপ্ত রয়ে যায়। তাই লকডাউন উঠে আনলক-১ শুরু হতেই নির্মানকারি সংস্থার তরফে তাদের সেই সব অর্ধ সমাপ্ত কাজ শেষ করতে ফের বিশ্বস্ত শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তোড় জোড় শুরু করে। কিন্তু ফেরার জন্য যাতায়াতের সমস্যার কথা জানালে নির্মানকারি সংস্থার তরফে দুটি গাড়ি তাদের নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দেয়। সেই গাড়িতেই তারা ফের নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবে বলে জানা গিয়েছে।

সুদেব বর্মন ও সনাতন মন্ডল নামে ফিরে যাওয়া দুই পারিযায়ী শ্রমিক জানান এখানে কাজ নেই তাই করোনা আতংক নিয়েই তারা স্রেফ পেটের টানে হায়দ্রাবাদের কর্মক্ষেত্রে যোগ দিতে চলেছেন। সেখানে কাজের সময় সুরক্ষার কথা মাথায় রেখেই তারা তাদের কাজ কর্ম করবেন। এছাড়া পরিবার চালানোর ভিন্ন কোন পথ তাদের সামনে খোলা নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here