পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে ইসলামপুরে

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ইসলামপুর আলুয়াবাড়ি রেলস্টেশনে সোমবার দুপুরে শ্রমিক স্পেশাল ট্রেন থেকে নামলেন দুই শতাধিক শ্রমিক। স্ক্রিনিং টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করে সেখান থেকে ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তে তারা রওনা হন।

special train | newsfront.co
নিজস্ব চিত্র

একের পর এক ট্রেনে করে শ্রমিকরা ভিন রাজ্য থেকে এসেই চলছে। যেভাবে করোনা ভাইরাস শ্রমিকদের মাধ্যমে মূলত ছড়িয়ে পড়ছে তাতে উদ্বেগ বাড়ছে এলাকায়।

উত্তরবঙ্গের আট জেলার মধ্যে উত্তর দিনাজপুরে আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। ফলে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ার থেকে চালু হল নয়াদিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস

তাদের দাবি, শ্রমিক যারা আসছেন, তাদের সবাইকেই লালারস পরীক্ষার ব্যবস্থা না করেই ছেড়ে দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে এই শ্রমিকরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে এলাকায়। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

ইসলামপুর পুলিশ জেলার সুপার শচীন মাক্কার বলেন,’ কত জন এসেছে সঠিক জানা নেই। তবে সরকারি বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে মহকুমা শাসক খুরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here