পরিযায়ী শ্রমিক জব কার্ডের মাধ্যমে ১০০ দিনের কাজ পাবেনঃ রাজীব

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জব কার্ডের মাধ্যমে ১০০ দিনের কাজে লাগানো হবে। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সাংগঠনিক সভায় এই কথাই জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলের কোর কমিটির বৈঠকে যোগ দেন রাজীব।

Rajib Banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

বৈঠকে যোগ দিয়ে দলের পর্যবেক্ষক তথা বনমন্ত্রী জানান, ‘যদি কোন অভিজ্ঞতা সম্পন্ন পরিযায়ী শ্রমিকেরা কাজ চান, তাহলে তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তারপর আমরা যদি তাদের জন্য কোনো উপযুক্ত কাজ পাই, তখন আমরা তাদের সেখানে কাজের বন্দোবস্ত করে দেব।’ তবে এই জেলা বা অন্য জেলা থেকেও লকডাউনে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা কাজ না পেয়ে ফের ভিন রাজ্যে ফিরে যাচ্ছেন।

এই প্রসঙ্গে মন্ত্রী রাজীব ব্যান্যার্জী বলেন, ‘উত্তর প্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্রে ফিরে যাওয়া শ্রমিকের সংখ্যাটা দেখুন আর আমাদের রাজ্যে ফিরে আসার সংখ্যাটা দেখুন। অনেক কম। আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে গেছে অনেক কম সংখ্যক শ্রমিক।’ এই পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, তবে এই পরিস্থিতিতে কিছু শ্রমিক যদি বেশি রোজগারের আশায় গুজরাটা বা মহারাষ্ট্রে যায়, তাহলে যেতেই পারে। কেননা সেখানে হীরের কাজের পারিশ্রমিক ১০০ দিনের কাজের থেকে অনেক বেশি। তাতে ভিন রাজ্যে যাওয়া নিয়ে ক্ষতির কিছু নেই।

আরও পড়ুনঃ খড়্গপুর শহরকে করোনা হাব তৈরি করেছে তৃণমূল নেতারাঃ দিলীপ ঘোষ

এদিন বিকেলে বুনিয়াদপুরের সরাইহাটে উৎসব ভবনে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়। এই বিশেষ সভার মুল লক্ষই ছিল, আগামী বিধানসভাকে সামনে রেখে দল যাতে মানুষের পাশে থাকে এবং যাবতীয় গোষ্ঠীদন্দ ভুলে দলের সংগঠনকে মজবুত করে তোলে। এদিনের এই বিশেষ সভায় এই বার্তাই দিলেন রাজীব বন্দোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী কেন্দ্রের ক্ষমতাশীল দলের সাম্প্রতিক পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কড়া সমালোচনা করেন। তার মতে, তাদের সরকার রাজ্যে উন্নয়ন করে চলেছে। তাই রাজ্যের মানুষ তাদের পাশে ছিলেন আগামীদিনেও তারা তাদের দলের পাশেই থাকবেন।

আরও পড়ুনঃ খুলল না তারকেশ্বর মন্দির

দলীয় সূত্রে খবর, জেলায় ২ কার্যকরী সভাপতির কাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের কর্মী মহলে ক্ষোভ দেখা দিয়েছিল। সম্প্রতি সে দিকে লক্ষ রেখেই তৃণমূল নেত্রী জেলায় আরও একজনকে কার্যকরী সভাপতি করে দেন এবং নির্দেশ দেন জেলায় সভাপতি অর্পিতা ঘোষকে নতুন কার্যকরী সভাপতি তথা গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস সাহায্য করবে।

সেই নির্দেশ মেনে আজ বিশেষ সভায় দলের অন্য দুই জন কার্যকরি সভাপতি দেবাশিস মজুমদার ও সোনা পালকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলের ডাকা বিশেষ বৈঠকে দলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্র মন্ত্রী তথা জেলার তপন বিধানসভার বিধায়ক বাচ্চু হাসদা ও জেলার অনান্য নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here