নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহামারীর ভাইরাসের মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে লকডাউন। ফলে রাজ্যের বহু মানুষ আটকে পড়েছে ভিন রাজ্যে। আজমের থেকে ৩৩ জন পরিযায়ী শ্রমিকদের মঙ্গলবার রাতে নিয়ে আসা হল পশ্চিম মেদিনীপুরে।
বুধবার ৩৩ জন শ্রমিককে নিয়ে একটি সরকারি বাস সন্ধ্যায় খড়্গপুরের এসে পৌঁছায়। আজমের থেকে আসা শ্রমিকদের সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তাদেরকে তাদের বাড়ি ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ রেশনের জন্য নয়, মদের জন্য মাথাভাঙ্গায় দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের
একই সঙ্গে সমস্ত শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। আগত ৩৩ জনের মধ্যে খড়্গপুরের ৯ জন এবং মেদিনীপুরের ৯ জন। বাকি ১৫ জন ঘাটালের বাসিন্দা। এতে অনেকটাই স্বস্তি পেয়েছেন পরিযায়ী শ্রমিকরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584