শীতের আভাস নিয়ে জেলায় হাজির পরিযায়ী পাখির দল

0
96

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দরজায় কড়া নাড়ছে শীত। শীত আসতেই ডুয়ার্সে হাজির পরিযায়ী পাখির দল। শীত যে এসে গেছে তার আভাস দিতে উপস্থিত গ্রে শ্রাইক(কাজল পাখি) এবং স্থানীয় কিছু ওয়েদার বার্ড।

migratory birds | newsfront.co
পরিযায়ী পাখির দল। নিজস্ব চিত্র

আলিপুরদুয়ারের বিভিন্ন জলাশয়গুলিতে তাকালেই এখন দেখা মিলবে পরিযায়ী পাখির। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাশয়-সহ বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের জলাশায় এবং বিভিন্ন নদীর ধারে এখন দেখা মিলছে নাম না জানা হাজার ধরনের পরিযায়ী পাখির।

migratory birds | newsfront.co
জলকেলি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে রাসমেলার শুভ উদ্বোধনে জেলা সভাধিপতি

জানা গেছে, ইতিমধ্যেই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাশয়গুলিতে সকালে এবং বিকেলের দিকে ঝাঁকে-ঝাঁকে পরিযায়ী উড়ে বেড়াচ্ছে। সেই সাথে বক্সা টাইগার রিজার্ভের নারারথলি জলাশয়, কালজানি, নোনাই, ডিমা, সঙ্কোশ, তোর্ষায় এখন তাকালেই দেখা মিলছে পরিযায়ীর। শীতের সঙ্গে পরিযায়ী পাখি আসতে শুরু করায় খুশি পাখি প্রেমীরা।

পাখি প্রেমী বিপ্লব রায় বলেন, “পরিযায়ী পাখি আসা মানে এলকার পরিবেশ ভালো রয়েছে। ভালো লাগছে শীত পড়তে না পড়তেই শীতের অতিথি এসে হাজির হয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। বাদ যায়নি আলিপুরদুয়ার শহরও।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here