উমার ফারুক,মালদা
উদ্যোগমের কোন ঘাটতি নেই। দুই প্রতিযোগী দল শিরিষবোনা ক্লাব ও কাপাসিয়া হাঙ্গামা ক্লাব মাঠে নামতে প্রস্তুত।কিন্তু খলনায়ক নিম্নচাপের বৃষ্টি এসে হাজির কাবাব মে হাড্ডি হয়ে। কিন্তু ফুটবল উদ্দীপনার ঝড়ে উড়ে গেল বৃষ্টির ভ্রূকুটি। গতকাল সেই বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠিত হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে মিলন কাপ চাম্পিয়ান্স্ ট্রফি নক আউট ফুটবল প্রতিযোগিতা।
অক্টোবরের 14 তারিখ থেকে মিলনগড় ক্লাবের উদ্যোগে শুরু হয় এই নক আউট ফুটবল টুর্নামেন্ট।এই প্রতিযোগিতায় অংশ নেয় মালদা জেলার মোট আটটি দল। গত কাল ছিল চুড়ান্ত প্রতিযোগিতা। এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় কাপাসিয়া হাঙ্গামা ক্লাব প্রতিপক্ষ শিরিষবোনা ক্লাবকে দুই-এক গোলে পরাস্থ করে। কাপাসিয়া হাঙ্গামা ক্লাবের পক্ষে গোল দুটি করেন দিলীপ টুডু ও নয়ন মুর্মু এবং শিরিষবোনা ক্লাবের পক্ষে গোল করেন মোহাঃ ইসমাইল।
এই খেলাকে ঘিরে এলাকায় বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজক মিলনগড় ক্লাবের পৃষ্ঠপোষক আব্দুল বারি,রবিউল ইসলাম আয়োজকদের পক্ষ থেকে এলাকার মানুষের এই উৎসাহ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেছেন। এই নকআউট ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মিটনা হাইস্কুলের শিক্ষক ফারুক আব্দুল্লাহ বুলবুল নিউজফ্রন্ট প্রতিবেদককে জানান যে, আমরা প্রতিবছর এই খেলার আয়োজন করে থাকি, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। হাজার হাজার ফুটবলপ্রেমী মানুষের সঙ্গে এই খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এস টি,এস সি, ও বি সি সেলের কার্যকরী সভাপতি হানিফ বিশ্বাস, এ ডি ও সিরাজুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমান প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584