নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মায়ের অবহেলার খবর দেখিয়েছিলাম আমরা। তার জেরে ছেলের আদর যত্ন পেতে শুরু করলেন বৃদ্ধা।গোছানো নতুন বিছানা,বেড কভার পাতা,খাওয়ার জন্য ফল ফলাদি।দুপুরে মাছ ভাত এখন সবই জুটছে সেই বৃদ্ধার।ছেলের মুখে এখন উল্টে সুর ‘এখন থেকে মায়ের সাথেই থাকব আমি।’
উল্লেখ্য,আলিপুরদুয়ারের দক্ষিন জিতপুরের বাসিন্দা ষাটোর্ধ বৃদ্ধা মিলন পন্ডিতের।পাশের স্কুলে কোন দিন মিডডে মিল মেলে।আবার কোনদিন এই বাড়ি সেই বাড়ি থেকে দেওয়া খাবার মিলে।
এভাবেই দিন যাপন করতেন মিলন পন্ডিত।দুই ছেলের বড় ছেলে মানসিক ভারসাম্যহীন।দীর্ঘদিন বাড়ি ছাড়া।ছোট ছেলে ফটোগ্রাফির দোকান হাসিমারা গুরুদুয়ার এলাকায়।
আরও পড়ুনঃ কন্যাশ্রী দিবস উপলক্ষে ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা কেশিয়াড়ীতে
একা অবহেলা অনাদর আর অনাহারে জীবন কাটছিল ষাটোর্ধ বৃদ্ধা মিলন পন্ডিতের। তবে এখন উল্টো চিত্র।খবর পরিবেশনের পর থেকে বিভিন্ন সংস্থা খোঁজও নিচ্ছেন বৃদ্ধার। সাহায্যের হাতও বাড়িয়েছেন অনেকেই।
ঝুলে পড়া চামড়া আর পাকা চুলে খেলছে তাই রুপালি খুশি।জীবন সায়াহ্নে বৃদ্ধা দেখেছেন সন্তানের টাকার লোভ আজীবনের স্নেহ মিথ্যে হয়েছে টাকার কাছে এখন ছেলে নিজের ভুল বুঝেছে কিন্তু বৃদ্ধা কি সব ভুলতে পারবেন! প্রশ্ন গুলো ঘোড়া ফেরা করে বুকের মাঝে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584