শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বর্তমানে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত আজ সপরিবারে দূর্ঘটনার কবলে পড়েছেন। দূর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে। সূত্রের খবর, অনুযায়ী চপারটি কুন্নুরের কাছে ভেঙে পড়ে। চপারে ছিলেন সেনা প্রধান-এর স্ত্রী মধুলিকা রাওয়াত, তাঁদের পরিবারের কয়েকজন সদস্য এবং ব্রিগেডিয়ার এক সেনা আধিকারিক সহ কয়েকজন।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই দূর্ঘটনা কবলে চারজনের মৃত্যু হয়েছে। দুজনকে দূর্ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, দূর্ঘটনার কবলে পড়া ঐ চপারে মোট ১৪ জন উপস্থিত ছিলেন।
তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড়ের কাছে চপারটি দূর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়ে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি যাত্রা করেছিল। দূর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় সেনা অফিসাররা ঘটনাস্থলে ছুটে যান। তারপর দ্রুত উদ্ধারকার্য শুরু করেন।
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
An Inquiry has been ordered to ascertain the cause of the accident.— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
Military chopper crashes in Tamil Nadu. Senior officials were on board. More details awaited. pic.twitter.com/j3jXy66q6k
— ANI (@ANI) December 8, 2021
সংবাদদাতা এএনআই -কে দেওয়া সাক্ষাৎকারে অফিসাররা জানান, “তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দুটি দেহ পড়ে আছে। যাদের ৮০ শতাংশ পুড়ে গেছে। উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও খাদের মধ্যে কয়েকজন পড়ে ছিল। তাদেরও উদ্ধার করে শনাক্তকরণ এর চেষ্টা চালাচ্ছে সেনারা।”
The IAF Mi-17V5 helicopter was airborne from Sulur for Wellington. There were 14 persons on board, including the crew: Indian Air Force https://t.co/gmpEuHF1zw
— ANI (@ANI) December 8, 2021
তবে দূর্ঘটনা কেন বা কিভাবে হলো, সেটা এখনও পরিস্কার হয়ে উঠেনি। ইতিমধ্যে দূর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার তরফ থেকে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584