ধন্য পিতৃতন্ত্র! বলিউডের শুধুমাত্র মহিলারাই ড্রাগখোর আর ছেলেরা শুধুই রান্না করেনঃ মিমি

0
130

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ড্রাগ তদন্তে বলিউডে পরপর শুধুমাত্র অভিনেত্রীদেরই নাম প্রকাশ্যে আসায় কটাক্ষ করলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

টুইটে অভিনেত্রী লেখেন, “ধন্য পিতৃতন্ত্র। বলিউডে শুধুমাত্র মহিলারাই হ্যাশ, ড্রাগ ইত্যাদির খোঁজ করেন, আর বলিউডে যে সমস্ত ছেলেরা আছেন তাঁরা শুধুই রান্না করেন। মনের দিক থেকেও তাঁরা শুদ্ধ। বাড়িতে বসে করজোড়ে অশ্রুজল চোখে স্ত্রীয়ের জন্য প্রার্থনা করে বলেন, ভগবান ওঁকে রক্ষা করুন”।

Mimi Chakraborty | newsfront.co
মিমি চক্রবর্তী

গত ৮ সেপ্টেম্বর বলি-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই উঠে আসে ড্রাগ প্রসঙ্গ। ড্রাগচক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে।

রিয়াকে গ্রেফতার করার পর শোনা গিয়েছিল জেরায় তিনি বলিউডের তাবড় ব্যক্তিত্বদের নাম নিয়েছেন। যাঁদের সঙ্গে মাদক যোগ আছে। জেরায় রিয়া সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরদের নাম নিয়েছেন।

এরপরই শুরু হয় জল্পনা। এনসিবির তরফে সমন পাঠানো হয়েছে সারা, শ্রদ্ধা, রাকুলদের বাড়িতে। শুধু তাঁরাই নন, তালিকায় যুক্ত হয়েছে দীপিকা পাড়ুকোনের নামও।

আরও পড়ুনঃ কঙ্গনার বিরুদ্ধেও হোক মাদক-তদন্ত দাবি বিজেপি নেতার

বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেও পাঠানো হয়েছে সমন। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর এনসিবির দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের। শনিবার হাজিরা দেওয়ার কথা সারা আলি খান আর শ্রদ্ধা কাপুরের।

আরও পড়ুনঃ জিএসটি ক্ষতিপূরণের অর্থ অন্যত্র খরচ করেছে কেন্দ্র- ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

বৃহস্পতিবার রাকুল প্রীতের হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। জানিয়েছেন, এনসিবির তরফে এখনও পর্যন্ত কোনও সমন তিনি পাননি। নাম জড়িয়েছে দিয়া মির্জারও। দীপিকার নাম প্রকাশ্যে আসার পর তাঁকে ও স্বামী রণবীর সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে কুরুচিকর মিমে।

অনেকেরই মনে হয়েছে দীপিকা যদি মাদক সেবন করতে পারেন, তাহলে রণবীর আর কি দোষ করল! কিছু প্রমাণিত হওয়ার আগেই নেটিজেনরা দোষী বানিয়ে দিয়েছে দীপিকা-রণবীরকে। অনেকেই তাঁদের দীপবীরের বদলে বলতে শুরু করেছেন, ‘ড্রাগস নে বানাদি জোড়ি’।

আরও পড়ুনঃ আইপিএল পার্টিতে ক্রিকেটারদের স্ত্রী’রা ড্রাগ নেন বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

উল্লেখ্য, এই পর্যন্ত এনসিবির তালিকা থেকে বলিউডের অভিনেত্রীদের নাম বেরোলেও এখনও কোনো বলি-অভিনেতার নাম উঠে আসেনি ওই তালিকায়। তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিয়াকে যেভাবে জেরা করছেন, তাতেও বলিউডের একাংশের মতে শুধুমাত্র মহিলা বলেই রিয়াকে এভাবে জেরা করা হচ্ছে।

ড্রাগ যোগে বলিউড থেকে এখনও পর্যন্ত নিশানায় রয়েছে শুধুমাত্র অভিনেত্রীরাই। ঠিক সেই কারণেই কটাক্ষ করে এদিন ট্যুইট করেছেন টলি-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here