প্রচারে এসে ভুলে না যাওয়ার কথা দিলেন মিমি

0
55

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

mimi says never forget to public
নিজস্ব চিত্র

আজ বিকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী নির্বাচনী প্রচার শুরু করেন বারুইপুর পদ্মপুকুর থেকে রাসমাঠ পর্যন্ত এই নির্বাচনী রেলি যায়। হুডখোলা গাড়িতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত নাড়তে নাড়তে তিনি এগিয়ে যান।

mimi says never forget to public
নিজস্ব চিত্র
mimi says never forget to public
নিজস্ব চিত্র

মাঝে মাঝে মাইক্রোফোন নিয়ে হাজার হাজার মহিলা পুরুষ দের উদ্দেশ্যে ধন্যবাদ জানাতে থাকেন। এই নির্বাচনে প্রচারে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিধায়ক বিমান ব্যানার্জি। দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী,বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস প্রমুখ।

আরও পড়ুনঃ যাদবপুরে ভোট প্রচারে মিমি চক্রবর্তী

mimi says never forget to public
নিজস্ব চিত্র
mimi says never forget to public
নিজস্ব চিত্র
mimi says never forget to public
নিজস্ব চিত্র

আজকের এই প্রচার শোভা যাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত সমর্থকদের উদ্দীপনা দেখে মিমি চক্রবর্তী বলেন, আমি আপনাদের মাঝে যখন আজও আসছি আগামী দিনে যে তারপরও আপনাদের মাঝে থাকবো আমি কখনো আপনাদের ভুলে যাব না আমি চাইনা আপনার আশীর্বাদ করছেন সেই আর্শীবাদের
অমর্যাদা করতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here