মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। করোনার কবলে ভারতও। রাজ্যেও জাকিয়ে বসেছে কোভিড ১৯। দেশজুড়ে চলছে লকডাউন। প্রায় প্রত্যেকটি মানুষ ঘরবন্দি। স্তব্ধ জনজীবন। প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী চলছে না কোনো যানবাহনও। দেশ অথবা রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন অনেকেই। ভিনরাজ্যের বহু শ্রমিক রয়ে গিয়েছেন এ রাজ্যেও। দেশের এরকম সংকটজনক পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তাদের জীবনযাপন বর্তমানে দুর্বিষহ হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিলি ভারত সেবাশ্রমের
এবার এরকমই ভিনরাজ্যে আটকে পড়া কয়েকজন বাঙালির পাশে দাঁড়ালেন যাদবপুর লোকসভার সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত ১১ই মার্চ মাদুরাইতে চিকিৎসা করাতে গিয়েছিলেন তারা। প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ঘোষণা করায় মাদুরাই থেকে ফিরতে পারেননি ওই বাঙালিরা। এদের মধ্যেই একজন ভাঙ্গরের বাসিন্দা ছিলেন। নাম স্বপন সর্দার। তিনিই প্রথম ফোন করে তাদের বিপদের কথা সাংসদ মিমির সহায়ক অনির্বাণ ভট্টাচার্যকে জানান।
মাদুরাইতে চিকিৎসা করাতে গিয়ে আটকে পরা বাঙালীর জন্য সাহায্যের হাত সাংসদ মিমির .. সাংসদ জানিয়েছেন, ‘যে অসহায় মানুষেরা চিকিৎসা করাতে গিয়ে ওখানে আটকে আছেন তাঁদের খাওয়া পরার কোনো অভাব নাহয়।প্রয়োজনে যা সাহায্যের দরকার হবে আমরা সেটা পাঠাবো।আমরা ওঁদের পাশে আছি। @mimichakraborty pic.twitter.com/sqApxRJHTM
— TeamMimi (@mimi_cfanclub) April 1, 2020
ওই বাঙালিরা যে এইরকম সংকটের মধ্যে আছে, তা জানা মাত্রই মাদুরাই কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মিমি। মিমি জানান, যে অসহায় বাঙালিরা চিকিৎসা করাতে গিয়ে মাদুরাইতে আটকে আছেন লকডাউন চলাকালীন তাদের খাওয়া পড়ার কোন অভাব হবে না। প্রয়োজন হলে পর্যাপ্ত পরিমাণ অর্থও পাঠানো হবে বলে আশ্বাস দেন মিমি। দেশের এই কঠিন পরিস্থিতিতে সাংসদ মিমি চক্রবর্তীর এহেন কাজ সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584